ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) প্রথম বর্ষ (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৬ এর ফল প্রকাশিত হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, ফাজিল সম্মান প্রথম বর্ষের (অনিয়মিত) পরীক্ষার পাসের হার ৮০ দশমিক ৯০ শতাংশ, দ্বিতীয় বর্ষে পাসের হার ৮৮ দশমিক ৩০ শতাংশ এবং তৃতীয় বর্ষে পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ।

ফাজিল প্রথম (অনিয়মিত) বর্ষে দুই হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ২ হাজার ১০৯ জন। দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩০৪ জনের মধ্যে ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

সারা দেশে ২৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৫৪ জন।

২০১৬ সালের আগস্ট মাসে ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।

ফল প্রকাশের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আবদুল লতিফ ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here