Wednesday, January 15, 2025
Homeশিক্ষাঢাবির নতুন প্রোভিসি ড. মুহাম্মদ সামাদ

ঢাবির নতুন প্রোভিসি ড. মুহাম্মদ সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য বা প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ড. আখতারুজ্জামান উপাচার্য হিসেবে নিয়োগ পেলেও দীর্ঘ আট মাস প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।

নতুন দায়িত্ব সম্পর্কে ৬০ বছর বয়সী এই অধ্যাপক বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি অতি দ্রুত চলে আসবে।’

জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ছিলেন অধ্যাপক সামাদ। এর আগে তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, ঢাবি সিনেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments