Saturday, February 8, 2025
HomeEntertainmentজন্মদিনে ইমনের পাশে পূর্ণিমা

জন্মদিনে ইমনের পাশে পূর্ণিমা

আজ অভিনেতা ইমনের জন্মদিন। এই বিশেষ দিনে ইমন ঈদের একটি টেলিছবির শুটিং করছেন। ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’ শিরোনামে টেলিছবিতে জুটিবেঁধে অভিনয় করছেন নায়িকা পূর্ণিমা। জন্মদিনে পূর্ণিমাসহ শুটিং ইউনিটে থাকতে পেরে দারুণ খুশি ইমন।

ইমন বলেন, ‘শিল্পীদের আসলে দুটি পরিবার, একটি বউ বাচ্চা বাবা মাসহ পরিবার আরেকটি হচ্ছে শুটিং ইউনিট। আমি গতকাল থেকে এই শুটিং ইউনিটে কাজ করছি। আজ আমার জন্মদিনেও শুটিং করতে পারছি এটা আমার ভাগ্য বলা যেতে পারে। কারণ আমরা অভিনয় শিল্পীরা সব সময় কোনো না কোনো শুটিং নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমার জন্মদিনে পূর্ণিমাসহ শুটিং ইউনিট পেয়ে দারুণ খুশি।’

ইমন আরো বলেন, ‘গতকাল শুটিং শেষে বাসায় যাই রাত বারোটার দিকে। বাসায় গিয়ে দেখি আমার স্ত্রী বেলুন দিয়ে ঘর সাজিয়ে রেখেছে। বাচ্চা কেক কাটবে, আমার জন্য অপেক্ষা করছে। আমি আসলে আগে বুঝতে পারিনি বাসার এই আয়োজনের কথা। বিষয়টি আমার জন্য চমক ছিল। তারপর রাতে আমরা একসাথে সময় কাটিয়েছি। সেহরি বাইরে করেছি, ঘুরেছি, সব মিলিয়ে অনেক মজা করেছি।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘আমি সকাল থেকে ভক্তদের উৎসাহ পাচ্ছি। সবাই আমাদের অনলাইনে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে যেতে পারি।’

২০১১ সালে ‘মায়ের জন্য পাগল’ নামের একটি ছবিতে জুটিও বেঁধেছিলেন পূর্ণিমা-ইমন। এরপর তারা বেশ কয়েকটি বিজ্ঞাপনেও জুটি বেঁধে কাজ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments